Khoborerchokh logo

পিরোজপুরে ঘুষের টাকাসহ অডিট বিভাগের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদুক 459 0

Khoborerchokh logo

ছবি,অডিট বিভাগের দুই কর্মকর্তা মো.শামীম হোসেন ও মো.জহির রায়হান

সোমবার বিকেলে পিরোজপুর এলজিইডি’র গেস্ট হাউজ থেকে গ্রেফতার হলেন,শিক্ষা,সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের অডিট এন্ড একাউন্টাস অফিসার মো.শামীম হোসেন এবং এসএএস সুপারিনটেনডেন্ট মো.জহির রায়হান।তাদেরকে টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে দুদুকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল। এ সময় গেস্ট হাউজের রুমের মধ্যে ট্রাবেল ব্যাগ ও বিছানার তোষকের নিচসহ বিভিন্ন স্থানে লুকায়িত অবস্থায় এক হাজার ও ৫০০ টাকার কয়েকটি বান্ডিলের ৪ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুদকের উপ-পরিচালক দেবব্রত মন্ডল জানান, গোপন সংবদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে এলজিইডির গেস্ট হাউজে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয় এবং দুই জন অডিটরকে গ্রেফতার করা হয়। তারা পিরোজপুরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঘুষ নিয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে রাতে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com